শনিবার এক অঘোষিত সফরে কিইভ গিয়ে
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এ ঘোষণা দেন,
জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার টুইটারে জেলেনস্কির পোস্ট
করা ফুটেজে দেখা গেছে, তিনি সামরিক উর্দি পরা অবস্থায় চারপাশে সশস্ত্র সেনা পরিবেষ্টিত
হয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট দপ্তরের সামনে পেলোসির নেতৃত্বাধীন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদের
স্বাগত জানাচ্ছেন।
এরপর পেলোসির সঙ্গে চার ঘণ্টা
ধরে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা করেন তারা।
যুদ্ধের এই কঠিন সময়ে ইউক্রেইনের যে অংশীদাররা কিইভ সফরে গিয়েছেন তাদের সবার প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।
পেলোসি ২৪ ফেব্রুয়ারি রাশিয়া
ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর থেকে দেশটিতে সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা।
তার আগে যুক্তরাষ্ট্রের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন
ও প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন কিইভ সফর করেছেন।
কিইভ থেকে ফিরে রোববার পোল্যান্ডে
এক সংবাদ সম্মেলনে পেলোসি বলেন, “জয় না আসা পর্যন্ত আমরা ইউক্রেইনের সঙ্গে আছি। আর
ইউক্রেইনকে সমর্থন করার ক্ষেত্রে আমরা নেটো মিত্রদের সঙ্গেও আছি।”
হোয়াইট হাউস জানিয়েছে, রোববার
পোল্যান্ড থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পর পেলোসির সঙ্গে তার সফর নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট
জো বাইডেন। তবে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।
নয় সপ্তাহ ধরে চলা ইউক্রেইনের
যুদ্ধে দেশটির বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কয়েক হাজার লোক নিহত ও ৫০ লাখেরও বেশি
মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে।
আরও পড়ুন:
ইউক্রেইনে আকস্মিক সফরে ন্যান্সি পেলোসি
ইউক্রেইনে মার্কিন অস্ত্রের চালানে হামলার দাবি রাশিয়ার