ক্যাটাগরি

বিশ্বের দেশে দেশে ঈদ উদযাপন

বিশ্বেজুড়ে বেশ কয়েকটি দেশে সোমবার উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। সৌদি আরব, মিশর, ইরাক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশে মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছে।

  • ইরাকের রাজধানী বাগদাদে আবু হানিফা মসজিদের বাইরের রাস্তায় ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যাচ্ছে একটি পরিবারকে- ২ মে ২২; ছবি রয়টার্স।

  • ইন্দোনেশিয়ার জাকার্তায় চোখ তুলে চেয়ে আছে ঈদের জামাতে অংশ নিতে আসা একটি শিশু- ২ মে ২২; ছবি রয়টার্স।

  • ফিলিস্তিনে গাজার খান ইউনিসে ঈদের দিন স্বজনের কবর জিয়ারত করছেন এক নারী– ২ মে ২২; ছবি রয়টার্স।

  • ইরাকের রাজধানী বাগদাদের আবু হানিফা মসজিদে ঈদের জামাতে সামিল হয়েছেন মুসল্লিরা- ২ মে ২২; ছবি রয়টার্স।

  • সৌদি আরবে কিং আব্দুল আজিজ মসজিদের বাইরে ঈদের জামাতের জন্য অপেক্ষা করছেন মুসল্লিরা- ২ মে ২২; ছবি রয়টার্স।

  • মিশরের কায়রোয় আল আজাহার মসজিদে ঈদের নামাজ পড়ছে মুসল্লিরা- ২ মে ২২; ছবি রয়টার্স।

  • মালয়েশিয়ার কুয়ালা লামপুরে দক্ষিণ এশিয়ার অভিবাসীদের ঈদের দিনের কোলাকুলি- ২ মে ২২; ছবি রয়টার্স।

  • পাকিস্তানের পেশওয়ারে ঈদের নামাজে দুহাত তুলে আবেগাপ্লুত হয়ে মোনাজাত করছেন এক মুসল্লি- ২ মে ২২; ছবি রয়টার্স।

  • আলবেনিয়ায় তিরানার একটি চত্বরে ঈদের জামাত। ছবিটি বিমান থেকে তোলা হয়েছে – ২ মে ২২; ছবি রয়টার্স।

  • আফগানিস্তানে ঈদ হয়েছে একদিন আগে রোববার ১ মে তে। এছাড়া, মালি এবং নাইজারেও একদিন আগে ঈদের চাঁদ দেখা গেছে। বাংলাদেশের চাঁদপুর এবং পটুয়াখালির তিনটি গ্রামে রোববার ঈদ উদযাপন হয়।