ক্যাটাগরি

মারিউপোলসহ রাশিয়ার অধিকৃত ৪ বন্দর বন্ধ ঘোষণা ইউক্রেইনের

সোমবার দেশটির কৃষি মন্ত্রণালয়
এক বিবৃতিতে আজভ সাগরের বন্দর মারিউপোল, বারদিয়ানস্ক ও স্কাদোভস্ক এবং কৃষ্ণ সাগরের
খেরসন বন্দর ‘পুনরায় নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত’ বন্ধ থাকবে বলে জানিয়েছে।

“জাহাজ চলাচলের যথাযথ স্তরের
নিরাপত্তা নিশ্চিত করা, জাহাজ ও যাত্রীদের সেবা, পণ্যসম্ভার, পরিবহন ও সম্পর্কিত অন্যান্য
অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা অসম্ভব হওয়ায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে,” বিবৃতিতে
এমনটি বলা হয়েছে বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আক্রমণ
শুরু হওয়ার পর ইউক্রেইনের সব সমুদ্রবন্দরের কার্যক্রম স্থগিত আছে। এর মধ্যে রাশিয়া
কিছু বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে ও বাকিগুলো অবরোধ করে রেখেছে।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির
জেলেনস্কি সোমবার বলেছেন, রাশিয়া কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করায় ইউক্রেইন
কয়েক মিলিয়ন টন শস্য হারাতে পারে, এতে দেখা দেওয়া খাদ্য সংকটের প্রভাব ইউরোপ, এশিয়া
ও আফ্রিকায় পড়তে পারে।     

অস্ট্রেলিয়ার সংবাদ অনুষ্ঠান
‘সিক্সটি মিনিটিস’কে জেলেনস্কি বলেন, “রাশিয়া কৃষ্ণ সাগর নিয়ন্ত্রণ করছে, তারা কোনো
জাহাজকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। রাশিয়া আমাদের দেশের অর্থনীতিকে পুরোপুরি অবরুদ্ধ
করতে চায়।”  

নব্য নাৎসিদের কবল থেকে ইউক্রেইনকে
রক্ষা করতে দেশটিকে নিরস্ত্র করার লক্ষ্যে সেখানে তারা ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে
বলে দাবি করে আসছে রাশিয়া। অপরদিকে ইউক্রেইন ও পশ্চিমা দেশগুলো নাৎসিবাদের অভিযোগকে
ভিত্তিহীন দাবি করে যুদ্ধটিকে ‘বিনাউস্কানিতে চালানো আগ্রাসন’ বলে অভিহিত করে আসছে।

বিশ্বের একটি প্রধান কৃষিপণ্য
উৎপাদনকারী দেশ ইউক্রেইন সাগর পথেই অধিকাংশ শস্য রপ্তানি করে। কিন্তু রাশিয়ার আক্রমণ
শুরু হওয়ার পর থেকে দেশটি রপ্তানি কার্যক্রম পশ্চিম সীমান্ত হয়ে ট্রেনের মাধ্যমে বা
দানিয়ুব নদীর ছোট বন্দরগুলোর মাধ্যমে চালিয়ে নিতে বাধ্য হচ্ছে। 

দেশটির কৃষি মন্ত্রণালয় গত সপ্তাহে
জানিয়েছে, ২০২১/২২ বছরে জুলাই থেকে জুনের মধ্যে ইউক্রেইনের শস্য রপ্তানি ৪ কোটি ৫৭
লাখ টন ছাড়িয়ে গেছে। এরমধ্যে এপ্রিলে রপ্তানি করা ৭ লাখ ৬৩ হাজার টন শস্যও অন্তর্ভুক্ত
আছে বলে জানিয়েছে তারা।

চলতি মাসে দেশটির ঊর্ধ্বতন কৃষি
কর্মকর্তারা জানিয়েছেন, মার্চে ইউক্রেইন প্রায় ৩ লাখ টন শস্য রপ্তানি করেছে।

আরও পড়ুন:

রাশিয়া ‘কয়েক লাখ টন শস্য চুরি করেছে’, অভিযোগ ইউক্রেইনের

রুশ আক্রমণের পর ইউক্রেইনের ভুট্টার প্রথম কার্গো ছাড়ল রোমানিয়ার বন্দর

ইউক্রেইনে আকস্মিক সফরে ন্যান্সি পেলোসি
 

ইউক্রেইনে মার্কিন অস্ত্রের চালানে হামলার দাবি রাশিয়ার
 

আজভস্তাল কারখানায় আটকে পড়াদের সরিয়ে নেওয়া চলছে; জাতিসংঘ
 

মারিউপোল: অবরুদ্ধ আজভস্তাল কারখানা ছাড়ল একদল বেসামরিক