ক্যাটাগরি

শ্যালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে আটক ভগ্নিপতি

উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের সাবের আলী বেপারী কান্দি গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে নড়িয়া থানার (ওসি) তদন্ত আবির হোসেন জানান।

নিহত মেদেহী হাসান খান (১৭) ওই এলাকার আলমগীর হোসেন খানের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

আলমগীর বলেন, ২০১২ সালে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মকবুল খানের ছেলে জামির হোসেন জামুর সঙ্গে একই উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের সাবের আলী বেপারী কান্দি গ্রামের হারুন খানের মেয়ে সোনালী বেগমের বিয়ে হয়। সম্প্রতি একই উপজেলা চর নড়িয়া গ্রামের একটি মেয়ের সঙ্গে জামির পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে জামিরের সঙ্গে সোনালীর প্রায়ই ঝগড়াঝাটি হত। এক পর্যায়ে সোনালী বাবার বাড়ি চলে যায়।

এ নিয়ে স্থানীয় কাছে বিচার দিলে তারা ঈদের পরে বিষয়টি মিমাংসা করে দিবেন বলে আশ্বাস দেন। কিন্তু এর মধ্যেই রোববার রাতে জামির শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীসহ বাড়ির লোকজনকে গালিগালাজ করতে শুরু করে। এ সময় সোনালীর চাচাতো ভাই মেহেদী প্রতিবাদ করলে জামির রেগে গিয়ে তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থালেই মেহেদীর মৃত্যু হয়।

এ সময় জামিরকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।

নিহতের মামা সাদ্দাম হোসেন বলেন, “পরকীয়ার ঘটনায় প্রতিবাদ করায় জামির আমার ভাগিনা মেহেদীকে কুপিয়ে হত্যা করেছে।”

ওসি বলেন, শ্যালককে কুপিয়ে হত্যার ঘটনায় জামিরকে আটক করেছেন তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।