ক্যাটাগরি

২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে নাপোলি

বোলোনিয়ার বিপক্ষে রোববার গোলশূন্য ড্র করে রোমা। ফলে
জোসে মরিনিয়োর দলের সেরা চারে থাকার ন্যূনতম আশাটুকুও শেষ হয়ে যায়।

লাৎসিও ও ফিওরেন্তিনাও ছিটকে গেছে সেরা চারের লড়াই
থেকে।

নাপোলি ও ইউভেন্তুসের শেষ চারের ভাগ্যটা নিজেদের হাতেই
ছিল। গত শনিবার সাস্সুয়েলোর বিপক্ষে ৬-১ গোলে জিতে নিজেদের কাজ সেরে রেখেছিল
নাপোলি। 

ইউভেন্তুস ২-১ গোলে হারিয়েছিল ভেনেৎসিয়াকে। সেরা চার
নিশ্চিত করা থেকে মাত্র এক পয়েন্ট দূরে ছিল দুই দল। তবে রোমা পয়েন্ট হারানোয় আগেই নিশ্চিত হয়ে
গেছে তাদের চারে থাকা।

চলতি মৌসুম ও গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হয়
নাপোলি। এই দুই মৌসুম ইউরোপা লিগে খেলেছে দলটি।

এবারের লিগে ইউভেন্তুসের শুরুটা মোটেও ভালো ছিল না। এরপরও
সেরা চারে থেকে আসর শেষ করতে পারছে তারা। ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে এখন চারে দলটি।
সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে নাপোলি।

শীর্ষে থাকা এসি মিলানের পয়েন্ট ৩৫ ম্যাচে ৭৭। সমান ম্যাচে
দ্বিতীয় স্থানে থাকা ইন্টার তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে।