ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার রাতে ৩-০ গোলে
জিতেছে ইউনাইটেড। ফের্নান্দেস দলকে এগিয়ে নেওয়ার পর সফল স্পট কিকে ব্যবধান
দ্বিগুণ করেন রোনালদো। অন্য গোলটি করেন রাফায়েল ভারানে।
ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় মিনিটেই গোলের
দারুণ সুযোগ পেয়ে যায় ব্রেন্টফোর্ড। তবে ক্রিস্তিয়ান এরিকসেনের কাছ থেকে বল পেয়ে
শটই নিতে পারেননি ব্রায়ান এমবিউমো।
চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারত ইউনাইটেড। বুক দিয়ে বল
নামিয়ে শট নেওয়ার মুহূর্তে রোনালদো নিয়ন্ত্রণ হারালে হাতছাড়া হয় বড় একটি সুযোগ।
গোলের জন্য স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। নবম
মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে এগিয়ে যান অ্যান্থনি অ্যালেঙ্গা। বাইলাইন থেকে
নিখুঁত কাট ব্যাকে খুঁজে নেন ফের্নান্দেসকে। অরক্ষিত পর্তুগিজ মিডফিল্ডার বাকিটা
সারেন অনায়াসে।
গত ফেব্রুয়ারির পর লিগে এটাই তার প্রথম গোল।
২২তম মিনিটে এরিকসেনের চমৎকার ক্রসে হেড একটুর জন্য লক্ষ্যে
রাখতে পারেননি ইভান টনি। ১০ মিনিট পর গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন হুয়ান মাতা।
রোনালদোর কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে পাশের জাল কাঁপান তিনি।
মাতার কাছ থেকে বল পেয়ে ৪৩তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে জাল
খুঁজে নিয়েছিলেন রোনালদো। কিন্তু তিনিই অফসাইডে থাকায় মেলেনি গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ
একটুর জন্য কাজে লাগাতে পারেননি ফের্নান্দেস। দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়
তার আড়াআড়ি শট।
৬১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন
রোনালদো। ডি-বক্সে তাকেই রিকো হেনরি ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইউনাইটেড।
৭২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন ভারানে। কর্নার
থেকে জটলায় বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি ডিফেন্ডার।
বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি
কোনো দলই।
বল দখলে বেশ পিছিয়ে থাকলেও গোলের জন্য শট বেশি নেয়
ব্রেন্টফোর্ড। তবে তাদের ১২ শটের কেবল চারটি ছিল লক্ষ্যে, সেগুলো খুব
একটা ভাবাতে পারেনি ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়াকে।
৬৪ শতাংশ সময় বল দখলে রেখে স্বাগতিকরা ৯টি শট নেয়, এর পাঁচটি ছিল লক্ষ্যে।
৩৬ ম্যাচে ১৬ জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে
ইউনাইটেড। তাদের চেয়ে এগিয়ে থাকা পাঁচ দলই খেলেছে ৩৪টি করে ম্যাচ।
৮৩ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয় শিরোপার পথে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার
সিটি। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল, যারা বাঁচিয়ে রেখেছে মৌসুমে চার
শিরোপার সম্ভাবনা।
শেষ পর্যায়ে এসে অধারাবাহিক হয়ে গেলেও এই দুই দলের পর
সেরা চারে থাকার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে চেলসি। তাদের পয়েন্ট ৬৬।
টানা তিন জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। ২ পয়েন্ট কম
নিয়ে পরের স্থানে টটেনহ্যাম হটস্পার।