ক্যাটাগরি

কুমিল্লায় ঈদের জামাতে প্রকাশ্যে গুলি, একজন হাসপাতালে

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী
গোলাবাড়ি এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান
জানান।

গুলিবিদ্ধ মোস্তাক আহমদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছে। তিনি গোলাবাড়ি এলাকারই বাসিন্দা। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পলাশ
বিশ্বাস বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোস্তাকের বাম পায়ে গুলি
লেগেছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ
হওয়ায় তাকে রক্ত দিতে হচ্ছে।”

স্থানীয়দের বরাতে ওসি সহিদুর রহমান বলেন, সকালে ঈদের নামাজের জন্য
সবাই প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই পূর্ব শত্রুতার জেরে গোলাবাড়ি এলাকার রুবেল
ভূঁইয়া পাশের ঈদগাহ মাঠে গিয়ে প্রকাশ্যে মোস্তাক আহমেদকে গুলি করেন। এ সময় মাঠে
আতঙ্ক ছড়িয়ে পড়ে, সেখানে থাকা মুসল্লিরা ছোটাছুটি করতে থাকেন।

“পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই রুবেল পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে
অভিযান শুরু হয়েছে।”

পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, “গুলির কারণে
ঈদগাহ মাঠে এক ঘণ্টা পর জামাত অনুষ্ঠিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা
দ্রুত অপরাধীর গ্রেপ্তার চাই।”

মোস্তাকের ছোট ভাই মনির হোসেন বলেন, “কয়েকদিন আগে রুবেল আমাকেও
মারধর করেছে। তার নামে মামলা থাকার পরও তিনি জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছেন। অস্ত্র
নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন নগরীর চকবাজার এলাকায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে না।”