ক্যাটাগরি

সাংহাইয়ে বয়স্ক রোগীকে মৃত ভেবে ভুল, চার কর্মকর্তা বরখাস্ত

রোববার মর্গের কর্মীরা লাশ বহনের ওই ব্যাগ একটি যানে তুলছে বলে প্রতীয়মান হয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে।

পরে ভিডিওয় দেখা যায়, কর্মীরা ব্যাগটি টেনে বের করে সেটি খুলেছে এবং একজন বলছেন, রোগী এখনও বেঁচে আছে।

চীনের স্যোশাল মিডিয়ায় এই ঘটনা ব্যাপক ক্ষোভ সঞ্চার করেছে বলে জানিয়েছে বিবিসি।

সোমবার সাংহাইয়ের পুতুও এলাকার কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন। তারা বলেন, ওই ঘটনার পর রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল আছে।

জেলা কর্তৃপক্ষ বলেছে, পাঁচ কর্মকর্তা এবং একজন চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে। স্থানীয় সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোর উপ-রিচালক এবং কেয়ার হোমের পরিচালকসহ চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

তিয়ান নামের একজন চিকিৎসকের ডাক্তারি লাইসেন্সও কেড়ে নেওয়া হয়েছে। রোগীর পরিচয় এখনও জানা যায়নি। অনলাইনে অনেকেই জীবিত একজন রোগীকে মৃত ভেবে ভুল করার এই ঘটনার নিন্দা করেছেন।

চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে কোভিড সঙক্রমণ মোকাবেলায় এখন কড়াকড়ি ছয় সপ্তাহে গড়িয়েছে। গত মার্চ থেকে সেখানে কোভিড বাড়তে শুরু করেছে। নগরীটিতে এখনও কোনও কারণ ছাড়া মানুষজনের বাড়ির বাইরে বেরোনো নিষিদ্ধ রয়েছে।