ক্যাটাগরি

২০২৪ পর্যন্ত বায়ার্নে মুলার

বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মঙ্গলবার বিবৃতি দিয়ে তার
সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানায়।

বায়ার্নের যুব দলে বেড়ে উঠেছেন মুলার। ১০ বছর বয়স থেকে এই
ক্লাবের অংশ তিনি। সব মিলিয়ে ২২৬ গোল করেছেন দলটির হয়ে, জিতেছেন রেকর্ড
১১টি বুন্ডেসলিগা শিরোপা।

চলতি মৌসুমে এরই মধ্যে লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে
বায়ার্ন। টানা দশ আসরে শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়েছে দলটি।

এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৩২ বছর বয়সী
মুলার। ৭টি গোল করেছেন। এর সঙ্গে অবদান রেখেছেন ১৭ গোলে।