ক্যাটাগরি

ইউক্রেইনের নব্য-নাৎসিদের সমর্থন দিচ্ছে ইসরায়েল: রাশিয়া

হিটলারকে নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
সের্গেই ল্যাভরভের ওই মন্তব্যে সোমবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে ইসরায়েল, ল্যাভরভের
বক্তব্যকে ‘অমার্জনীয়’ অভিহিত করে ‘মিথ্যা’ মন্তব্যে ল্যাভরভ ইহুদি নিধনের ভয়াবহতাকে
হেয় করেছেন বলে অভিযোগ করে তারা।

ল্যাভরভ রোববার ইতালির এক টেলিভিশন
অনুষ্ঠানে দেওয়া সাক্ষাতকারে ওই মন্তব্য করেন। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি
নিজে ইহুদি হওয়ার পরও রাশিয়া কীভাবে ইউক্রেইনকে নাৎসিমুক্ত করার জন্য লড়ার দাবি করতে
পারে-এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন: “জেলেনস্কি ইহুদি তো কী হয়েছে? তিনি ইহুদি
হলেও তার নাৎসি যোগ উড়িয়ে দেওয়া যায় না। হিটলারও অর্ধেক ইহুদি ছিলেন। আমার বিশ্বাস
তার শরীরেও ইহুদির রক্ত ছিল।”

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এমন
মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে
বিরোধ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বেশ কয়েকটি পশ্চিমা দেশের নেতাও
ল্যাভরভের মন্তব্যের নিন্দা করেছেন আর রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা ভুলে গেছে
বলে জেলেনস্কি অভিযোগ করেছেন।

বিবৃতিতে রাশিয়ার মন্ত্রণালয়টি
বলেছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের মন্তব্য ‘ইতিহাস-বিরোধী’ এবং ‘ইসরায়েলের
বর্তমান সরকার কেন কিইভের নব্য-নাৎসি সরকারকে সমর্থন দিচ্ছে তা অনেকাংশে ব্যাখ্যা করেছে’।  

জেলেনস্কির ইহুদি পরিচয় ইউক্রেইনকে
নব্য-নাৎসিদের দ্বারা পরিচালিত হতে বাধা দেয়নি বলে ল্যাভরভের মন্তব্যের পুনরাবৃত্তি
করেছে মস্কো।

“(ইউক্রেইনের) দৈনন্দিন জীবনে
এবং রাজনীতিতে ইহুদি বিদ্বেষ থেমে নেই বরং লালিত হচ্ছে,” বিবৃতিতে এমনটি বলা হয়েছে
বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ
শুরু করার পর ইউক্রেইনের প্রতি সমর্থন জানিয়েছিল ইসরায়েল। কিন্তু প্রতিবেশী সিরিয়ার
ক্ষমতাসীনদের টিকিয়ে রাখতে ভূমিকা রাখা রাশিয়ার সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি
এড়াতে প্রথমদিকে সরাসরি মস্কোর সমালোচনা করা থেকে বিরত থাকে দেশটি এবং রাশিয়ার শাসকগোষ্ঠীর
বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞাও দেয়নি তারা।

কিন্তু রাশিয়া ইউক্রেইনে যুদ্ধাপরাধ
ঘটাচ্ছে, গত মাসে ইয়ার লাপিদের এমন মন্তব্যে দু’দেশের সম্পর্কে চির ধরতে শুরু করে।

আরও পড়ুন:

হিটলারের শরীরে ‘ইহুদি রক্ত’ ছিল, রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ইসরায়েল