ক্যাটাগরি

ঈদের দিন কুমিল্লায় সড়কে ঝরল দুজনের প্রাণ

মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মাধাইয়া বাসস্ট্যান্ডের নবাবপুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ইলিয়টগঞ্জ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আলম চৌধুরী জানান।

নিহতরা হলেন- অটোরিকশার চালক মাধাইয়া এলাকার বাসিন্দা সোহেল মিয়া (৩৫) এবং মানসিক ভারসাম্যহীন পথচারী মুরাদনগর উপজেলার পাহারপুর গ্রামের নাজমা বেগম (৪৬)। 

ওসি মাসুদ সাংবাদিকদের বলেন, প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

আহত প্রাইভেটকারের চালক জাকির হোসেনকে (৪০) প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি আরও জানান, দুজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  অটোরিকশা ও প্রাইভেটকারটি ফাঁড়িতে রয়েছে।