মঙ্গলবার সকালে তিনি বাড়ির পাশে কক্সবাজার শহরের বৈদ্যঘোনার বিবি হাজেরা জামে মসজিদে নামাজ আদায় করেন । নামাজ শেষে স্বজনদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুমিনুল।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, “সামনে আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ওদের বিপক্ষে সিরিজটা খুব ভালভাবে শেষ করতে পারি।”
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “কোভিডের কারণে গত দুই বছর ওভাবে ঈদ উদযাপন করা হয়নি। এবার সময়টা খুব ভাল কাটছে। বাবা-মাসহ পরিবারের সবাই মিলে এক সাথে উদযাপন করছি।”
“সিয়াম সাধনার পরে সবাই নিজের মতো করে ঈদ করুক। সবাই দুঃখ ভুলে ঈদকে ঈদের মতো করে কাটাক। সবার জন্য দোয়া করি। দেশবাসীর জন্য শুভ কামনা।”
বুধবার কক্সবাজার থেকে ঢাকার ফেরার কথা রয়েছে তার।