ক্যাটাগরি

ঈদের ৪ সিনেমাই দেখুন: শাকিব খান

ঈদে শাকিবের
‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা মুক্তি পাচ্ছে; সিনেমার প্রচারে অংশ নিতে যুক্তরাষ্ট্র
থেকে ঢাকায় ফেরার কথা থাকলেও আসতে পারেননি তিনি।

এক ফেইসবুক
পোস্টে তিনি লিখেছেন: “ঈদ হোক ‘বিদ্রোহী’, ‘গলুই’ ও মুক্তি প্রতীক্ষিত সকল সিনেমাময়।
পরিবারের সবাইকে নিয়ে সব সিনেমা দেখার আহ্বান জানাই। সুস্থতা আর নিরাপদে কাটুক প্রত্যেকের
ঈদ।”

করোনাভাইরাস
মহামারী পেরিয়ে সিনেমা মুক্তি দেওয়ায় হল মালিকদের ধন্যবাদ জানিয়েছেন শাকিব খান।

“সিনেমা
হল মালিকদের ধন্যবাদ, তারা দর্শক আগ্রহকে গুরুত্ব দিয়েছেন। করোনার এই সংকট সময়েও প্রযোজকেরা
সাহস নিয়ে সিনেমা মুক্তি দিচ্ছেন, যে হল মালিকেরা দেখানোর সব ধরনের ব্যবস্থা করেছেন
তাদেরও ধন্যবাদ।”

এবার ঈদে
শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’, ৪০টির মতো হলে ‘গলুই’। মুক্তির তালিকায়
থাকা সিয়াম আহমেদের ‘শান’ মুক্তি পাচ্ছে ৩৪টি সিনেমা হলে; ‘বড্ড ভালোবাসি’ নামে আরেকটি
সিনেমা আসছে একটি হলে।