মঙ্গলবার সকালে চট্টগ্রামের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ
জাতীয় মসজিদ প্রাঙ্গণে। গত দু’বছর স্বাস্থ্যবিধি মেনে
মসজিদের ভেতরেই আয়োজন করা হয়েছিল ঈদের নামাজের। এবার তা আবার ফিরেছে মাঠে।
চট্টগ্রামে ঈদের নামাজে সব রাজনৈতিক দলের নেতারা এক কাতারে সামিল হন।
মাঝের দু’বছর সেই দৃশ্যের দেখা মেলেনি।
এবার আবারও ফিরেছে ঈদের জামাতের পুরনো চেহারা।
জামাতে অংশ নিতে নগীরর বিভিন্ন প্রান্ত থেকে জামিয়াতুল ফালাহ ময়দানে
হাজির হন চট্টগ্রামের রাজনৈতিক নেতারা। ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং সকল
শ্রেণিপেশার নানা বয়সী মানুষ।
জমিয়তুল ফালাহ্ মসজিদের মাঠে ঈদের প্রথম ও প্রধান জামাতে অংশ নেন শিক্ষা
উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির
উদ্দীন, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
সকাল ৮টায় প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের
খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয়
জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ’র পেশ
ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক।
নামাজের পর মোনাজাতে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করা হয়। করোনা
মহামারী থেকে চিরতরে মুক্তির প্রার্থনা করা হয়। এরপর রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ
মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
দুই বছর পর বিধিনিষেধহীন ঈদ জামাতে লোক সমাগমও হয়েছে বেশি। পরিবারের
বয়স্কদের হাত ধরে ঈদের নামাজে শিশুদের সামিল হওয়ার সেই চিরচেনা চিত্রও ফিরেছে এবার।
নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা মো. আজিজুর রহমান নামাজ শেষে বলেন,
“দুই বছর
পর এখানে ঈদের নামাজ আদায় করার সৌভাগ্য হওয়ায় খুব ভালো লাগছে। করোনার আগে এখানেই সবসময়
ঈদের নামাজ পড়তাম। আর যেন কখনো করোনার পরিস্থিতি ফিরে না আসে সেই দোয়াই করেছি।”
নগরীর বহদ্দারহাটে নিজ বাড়ির মসজিদে ঈদের নামাজ পড়েছেন সিটি মেয়র এম
রেজাউল করিম চৌধুরী।
এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির
প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে।
এখানে ঈদের নামাজে ঈমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল
হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।
পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের সুগন্ধা আবাসিক
এলাকা জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে
মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নগরীর ৪১টি ওয়ার্ডে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে
ঈদের জামাত নিজ নিজ এলাকার মসজিদে অনুষ্ঠিত হয়েছে।