ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, নগরীর বয়রা বটতলা বাজার এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম ঋতু (২০) ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
ঋতু ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল বলে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে ঋতুকে হাসপাতালে নেওয়ারর পর পরই তার মৃত্যু হয় বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মো. আক্তারুজ্জামান জানান।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ঋতুর ছোট ভাই রনির সঙ্গে একই এলাকার কয়েকজন কিশোরদের দ্বন্দ্ব চলছিল। এর জেরে ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে বের হয়ে শহরে যাওয়ার পথে ঋতুকে তার ছোট ভাইয়ের প্রতিপক্ষরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঋতুর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।