মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান।
মৃতরা হল- হাতিয়া গ্রামের রবিউলের ছেলে আরিফ (১৪) ও দশাকিয়া ভাড়ারিপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে ফয়সাল (১৩) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মো. মোস্তফা (২৮)।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, সকালে পাচঁজন ঈদের নামাজের আগে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এরা হলেন- শফিকুল ইসলামের
ছেলে জাহিদ ও আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব।