এ ঘাট দিয়ে বাংলাবাজার ও মাঝিরকান্দি রুটে চলাচলকারী সব লঞ্চ ও স্পিডবোট মঙ্গলবার সকাল ৯টার দিকে বন্ধ করে দেওয়া হয়। এরপর ১০টার দিকে বন্ধ করে দেওয়া হয় ফেরিও।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আহমেদ বলেন, বৈরি আবহাওয়ায় পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ সিন্ধান্ত নিয়েছেন তারা।
তাছাড়া ঘাটে যানবাহনের তেমন চাপ নেই বলেও জানান তিনি।
শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে ১০টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট চলাচল করে।