সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান।
মৃত মোহসিন সরকার (৩৫) ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন।
সঞ্জয় বলেন, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ মোহসিনের উপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে। পরে মহসিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।