মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোলের উত্তরে পেঁচোর বাওড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান।
মৃত সুজন (২০) বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
এ ঘটনায় আহত সোহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
সুজনের স্বজনদের বরাতে ওসি বলেন, ঈদের দিন সন্ধ্যায় সুজন তার বন্ধু সোহানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বের হয়। এ সময় তারা বেনাপোল-ঘিবা সড়ক দিয়ে দ্রুত গতিতে পেঁচোর বাওড় এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাওড়ে পড়ে যায়।
নিহতের মামাত ভাই সুমন হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার পথেই সুজনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। আর সোহান নামে আহত একজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানায় পুলিশ।