ক্যাটাগরি

ওয়েস্ট হ্যাম সমর্থকদের ওপর আইনট্রাখট সমর্থকদের হামলা

ইউরোপা লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার
জার্মান ক্লাব আইনট্রাখটের মাঠে খেলবে ওয়েস্ট হ্যাম। এর আগের দিন ইংলিশ ক্লাব
ওয়েস্ট হ্যামের একদল সমর্থক হামলার শিকার হন।

জার্মান পুলিশ জানিয়েছে, সামান্য আহত অবস্থায় একজনকে
হাসপাতালেও নিতে হয়েছে।

পুলিশ বলছে, বুধবার সকালে ওয়েস্ট হ্যাম সমর্থকরা একটি
পাবের সামনে জড়ো হয়েছিল। সেখানে দুটি ভ্যান এসে থামে। প্রত্যক্ষদর্শীরা জানান,
আইনট্রাখট সমর্থকরা ভ্যান থেকে নেমে পাবে ঢুকে ওয়েস্ট হ্যাম
সমর্থকদের ওপর হামলা চায়। এ সময় হামলাকারীদের মুখ ঢাকা ছিল।

পরে তারা বেরিয়ে আসে এবং গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ ভ্যান দুটি শনাক্ত করতে পারেনি। ভ্যান দুটির একটির সঙ্গে স্থানীয় নাম্বার
প্লেট ছিল।

ফ্রাঙ্কফুর্ট পুলিশ বিবৃতিতে বলেছে, আহত ওয়েস্ট
হ্যাম সমর্থকের বয়স ৩৪।

ম্যাচটি ঘিরে দুদলের সমর্থকদের মাঝে এমনিতেই বেশ উত্তেজনা
রয়েছে। ৪০ বছরেরও বেশি সময় পর ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে ওঠার সম্ভাবনা উভয়
দলের সামনে।

প্রথম লেগের লড়াইয়ে ওয়েস্ট হ্যামের মাঠে ২-১ ব্যবধানে
জিতেছে বার্সেলোনাকে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় করে দেওয়া আইনট্রাখট। তবে গোলের
ব্যবধান বেশি না হওয়ায় ওয়েস্ট হ্যামের সম্ভাবনাও টিকে আছে ভালোভাবে।

দুজন জার্মান সাংবাদিক প্রথম লেগের লড়াইয়ের সময় ওয়েস্ট
হ্যাম সমর্থকদের দ্বারা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।