ঈদের দ্বিতীয় দিন বুধবার দুই ঘণ্টা ধরে সৈকতের বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয় বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান।
রফিকুল ইসলাম জানান, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সৈকতে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক রোহিঙ্গা নারী, পুরুশ ও শিশুকে আটক করা হয়। এরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
“তাদের এখন কক্সবাজার সদর থানা রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে শরণার্থী কমিশনের মাধ্যমে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হবে।”
এরা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে সৈকতে ঘুরতে এসেছিল বলে পুলিশকে জানিয়েছে।