ক্যাটাগরি

কিশোরগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বুধবার সকাল ১১টায় উপজেলার জয়কা ইউনিয়নের
কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দীকি জানান।

নিহত নাজমুল হুদা (৩২) কান্দাইল গ্রামের
মজলু খানের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। 

নাজমুলের মামা করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক
ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার বলেন, মঙ্গলবার এলাকার কয়েকজন যুবকের সঙ্গে
নাজমুলের তর্ক-বিতর্ক হয়। সকালে সালিশে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়।

“সালিশ থেকে ফেরার পথেই নাজমুলের ওপর হামলা
চালায় প্রতিপক্ষ। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০
শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।“

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.
আশরাফ আলী বলেন, “নাজমুল আমার কমিটিতে সহসভাপতি ছিলেন। অবিলম্বে তার হত্যাকারীদের গ্রেপ্তার
ও বিচার দাবি করছি।”   

ওসি বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে একাধিক
আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।