ললিতপুরে একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিলকধারী সরোজের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ঊধ্র্বতন এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার বিবিসি এখবর জানিয়েছে।
সরোজকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। তার খোঁজে চলছে তল্লাশি বলে জানানো হয়েছে খবরে।
কিশোরীর বাবার দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, চারজন লোক মেয়েটিকে গত ২২ এপ্রিলে মধ্যপ্রদেশের ভোপালে নিয়ে যায়। সেখানে তারা তাকে চারদিন ধরে ধর্ষণের পর আবার ললিতপুর গ্রামে ফিরিয়ে নিয়ে এসে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
পরে মেয়েটি এক আত্মীয়কে সঙ্গে নিয়ে থানায় ধর্ষণের অভিযোগ জানাতে গেলে তাকে আবার থানার স্টেশন হাউস অফিসার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার পর চাইল্ডলাইন চ্যারিটি মেয়েটিকে ললিতপুর জেলার পুলিশ প্রধান নিখিল পাঠকের কাছে নিয়ে যায় ঘটনার বর্ণনা দেওয়ার জন্য। সেখানে ঘটনাটি জানানোর পর মামলা দায়ের করা হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ভারতে ক্ষোভ সঞ্চার হয়েছে। স্যোশাল মিডিয়ায় লোকজন ক্ষোভ উগরে দিচ্ছে, হতাশা প্রকাশ করছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
হিন্দিতে এক টুইটে ভারতীয় কংগ্রেস পার্টির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশ রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন।
তিনি লিখেছেন, “পুলিশ স্টেশন যদি মেয়েদের জন্য নিরাপদ না হয়, তাহলে তারা অভিযোগ জানানোর জন্য কোথায় যাবে? উত্তর প্রদেশ সরকার কী পুলিশ স্টেশনকে নিরাপদ করতে থানায় নারী পুলিশ নিয়োগ বাড়ানোর কথা গুরুত্ব দিয়ে ভেবেছে?”