ক্যাটাগরি

ইউক্রেইনের রেলস্টেশন, বৈদ্যুতিক গ্রিডে রাশিয়ার হামলা

মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় লভিভে
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী শহরটির বিদ্যুৎ ও পানি
সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন নগরীর মেয়র। লভিভের মধ্য দিয়েই পশ্চিমা
দেশগুলোর সরবরাহ করা অস্ত্র ইউক্রেইনের সামরিক বাহিনীর হাতে পৌঁছায়।

ইউক্রেইন রেলওয়ের প্রধান অলেক্সসান্দর
কামুশিন জানিয়েছেন, রাশিয়ার বাহিনীগুলো এদিন মধ্য ও পশ্চিমাঞ্চলের ছয়টি রেল স্টেশনে
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলায় বেসামরিক কেউ হতাহত হয়নি বলে টুইটারে
জানিয়েছেন তিনি।   

মঙ্গলবার পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে
রাশিয়ার হামলায় ২১ বেসামরিক নিহত ও ২৭ জন আহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর পাবলো কিরিলেনকো
জানিয়েছেন। গত মাসের পর থেকে ওই অঞ্চলে এটিই একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছেন
তিনি।

দোনেৎস্কর পাশাপাশি লুহানস্ক
অঞ্চলেও হামলা ও গোলাবর্ষণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলের পোপাসনা শহরের শহরের
পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে উঠেছে এবং সেখান থেকে কাউকে সরিয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠেছে
বলে আঞ্চলিক গভর্নর শেরহি হাইদা জানিয়েছেন।  

“লুহানস্ক অঞ্চলে আর কোনো নিরাপদ
শহর নেই,” টেলিগ্রামে বলেছেন তিনি।

জাতির উদ্দেশ্যে দেওয়া রাত্রিকালীন
ভিডিও বক্তৃতায় ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “আমাদের সাফল্যের
কারণে প্রচণ্ড রাগ নিয়ে আজ (মঙ্গলবার) প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।
আজকের গোলাবর্ষণের বেশিরভাগটাই বিফলে যাওয়া পরিষ্কারভাবে রাশিয়ার বিশেষ ধরনের কোনো
সামরিক লক্ষ্য আছে বলে ইঙ্গিত দেয় না।”

রাশিয়ার জানিয়েছে, তারা ইউক্রেইনের
কৃষ্ণ সাগরীয় বন্দর ওদেসার কাছে একটি সামরিক বিমানক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে
পশ্চিমাদের পাঠানো ড্রোন, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করে দিয়েছে। ওদেসা অঞ্চল
লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, কিন্তু সবগুলোকেই বাধা দিয়ে ধ্বংস করা
হয়েছে বলে দাবি ইউক্রেইনের।

১০ সপ্তাহ ধরে চলা ইউক্রেইনের
যুদ্ধে দেশটির বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কয়েক হাজার লোক নিহত ও ৫০ লাখেরও বেশি
মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে।

আরও পড়ুন:

ইউক্রেইনে যুদ্ধবিরতির আহ্বান মোদীর
 

শান্তি ফেরাতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ চান পোপ ফ্রান্সিস
 

 ইউক্রেইনে শিগগিরই আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণা করতে পারেন পুতিন
 

ইউক্রেইনের নব্য-নাৎসিদের সমর্থন দিচ্ছে ইসরায়েল: রাশিয়া
 

‘ঘোস্ট অব কিইভ’ বাস্তব চরিত্র নয়, স্বীকার ইউক্রেইনের