ক্যাটাগরি

ইউরোপে নিষিদ্ধ হচ্ছে রাশিয়ার তিন টিভি

ইইউ এর প্রধান নির্বাহী বুধবার একথা জানিয়েছেন।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদেরকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে এই তিন সম্প্রচারমাধ্যমের কোনও কন্টেন্টই আর প্রচারের অনুমোদন দেওয়া হবে না, তা সেটি যে ফর্মের বা যে ধরনেরই হোক না কেন।”

“সেটি ক্যাবল, স্যাটেলাইট, ইন্টারনেট বা স্মার্টফোনের মাধ্যমেও দেখানোর অনুমতি দেওয়া হবে না।”

ওই টিভি চ্যানেলগুলোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিথ্যা এবং অপপ্রচারকেই আরও ফলাও করে প্রচার করা হয় বলে অভিযোগ করেন ভন ডার লিয়েন।

তিনি বলেন, “এই সমস্ত মিথ্যা ছড়ানোর জন্য আমাদের আর কোনও মঞ্চ তাদেরকে দেওয়া উচিত নয়।”

ইউক্রেইনে হামলার জেরে রাশিয়ার ওপর এবার নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ করেছে ইইউ। রাশিয়ার জ্বালানি তেল, ব্যাংক, গণমাধ্যম ও ইউক্রেইন যুদ্ধ সংশ্লিষ্টদের ওপর নিষেধাজ্ঞা দিতে নতুন প্রস্তাব আনা হয়েছে বুধবারেই। 

ইইউ সদস্যদেশগুলোর অনুমোদন পেলে তা বাস্তবায়ন করা হবে। মস্কোকে বিচ্ছিন্ন করার চেষ্টাতেই এদিন রাশিয়ার সম্প্রচারমাধ্যমগুলোর ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করা হয়।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন নিষেধাজ্ঞা প্রস্তাবে থাকা তিন রুশ টিভির নাম বলেননি। তবে ইইউ’র তিন কর্মকর্তা বলেছেন, এই তিন সম্প্রচারমাধ্যম হচ্ছে, আরটিআর প্ল্যানেটা, রুশিয়া টিভি ২৪ এবং টিভি সেন্টার।

এর আগে গত মার্চ মাসের শুরুর দিকে রাশিয়ার আরটি এবং স্পুৎনিকও ইইউ দেশগুলোতে নিষিদ্ধ হয়েছিল।