ক্যাটাগরি

ঈদের ছুটিতে বেড়াতে এসে দেয়াল ধসে শিশুর মৃত্যু

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী ছোট কালী বাড়ি এলাকায় সেমিপাকা ঘরের দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত রুদ্র দাশ (১২) চট্টগ্রামের রাউজান উপজেলার ছত্তার পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা সুকুমার দাশ ও প্রিয়াংকা দাশ দম্পত্তির সন্তান।

দেয়াল ধসে প্রিয়াংকা দাশের বোন প্রিয়শ্রী দাশ (২২) ও তার মা লাকী দাশ (৫০) আহত হয়েছেন। তারা পটিয়া উপজেলার গুয়াতলী গ্রামের স্থায়ী বাসিন্দা।

নগরীর আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সাকের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ছোট কালী বাড়ির মুখে বড়দা বিশ্বাস রোডের প্রবাসী শ্যামল দাশের ঘরের দেয়াল ধসে পড়লে রুদ্র দাশ মারা যায়।

দেয়াল ধসের সময় রুদ্র দাশের মা প্রিয়াংকা দাশ ওই ঘরে থাকলেও আহত হননি।

এ ঘটনায় আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থলে যাওয়া আকবর শাহ থানার এসআই টিটু নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুদ্র তার মায়ের সাথে ঈদের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। ঘরগুলো খুবই জরাজীর্ণ। ওই সেমিপাকা ঘরটি অনেক পুরাতন।”

সেখানে চারটি ঘর আছে। রাতে দেয়াল ধসের পর বাকি তিনটি ঘরের বাসিন্দাদের অন্যত্র চলে যেতে নির্দেশ দিয়েছে পুলিশ।