এর মধ্যে রয়েছেন রংপুরে পাঁচজন, পঞ্চগড় ও মাদারীপুরে তিনজন করে, কুষ্টিয়া ও ঝিনাইদহে দুইজন করে এবং কক্সবাজার ও পাবনায় একজন করে।
বুধবার দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
রংপুর
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
দিনাজপুর মহাসড়কে পাগলাপীর সলেয়াশা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গংগচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান।
নিহতদের মধ্যে দুইজন হলেন অটোরিকশার চালক ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭), যাত্রী নাজমা বেগম (৪০) ও আমজাদ হোসেন (৪৫)। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি দুলাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুর মহাসড়কে সলেয়াশা এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোর চালকসহ ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পথে ২ জন নিহত মারা যান।
এই ঘটনায় পুলিশ একটি ইউডি মামলা করেছে বলে জানিয়েছেন ওসি।
তিনি আরও জানান, মাইক্রোবাস ও অটোরিকশা থানা হেফাজতে আছে এবং যাদের পরিচয় পাওয়া গেছে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
মাদারীপুর
মাদারীপুরের রাজৈর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে একটি ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে শানেরপাড়ের বটতলায় এই দুর্ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান।
নিহতরা হলেন রাজৈরের আমগ্রাম ইউনিয়নের তেলিকান্দি গ্রামের শাহজালাল মাতুব্বরের ছেলে ভ্যানচালক নুর নবী মাতুব্বর (৩০), ভ্যানযাত্রী নরারকান্দি গ্রামের সাজিন শেখের ছেলে আমির শেখ (৩৪) ও দুর্গাবর্দী গ্রামের মজিদ তফাদারের ছেলে প্রান্ত তফাদার (২৪)।
ওসি আলমগীর হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে শানেরপাড় এলাকার বটতলায় ফরিদপুরগামী আরিফ পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
পঞ্চগড়
পঞ্চগড়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে একটি মোটরসাইকেলের তিন আরোহী তরুণ প্রাণ হারিয়েছেন।
বুধবার বিকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা বালুরঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি খালপাড়ার পয়গাম ইসলামের ছেলে নতুন ইসলাম (১৮), তারেক বিল্লালের ছেলে মাহবুবার রহমান শিশির (১৮) ও আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (১৬)।
এরা একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে অমরখানা ইউনিয়নের ভিতরগড় মহারাজার দিঘি দেখতে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পঞ্চগড় থানার ওসি মো. আব্দুল লতিফ মিয়া জানান, এই তিন তরুণ বাড়ি থেকে একটি মোটরসাইকেলে ভিতরগড় মহারাজার দিঘি বেড়াতে যাচ্ছিলেন।
“তালমা-মডেলহাট সড়কের পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের হাতলে লাগলে তাদের মোটরসাইকেল সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়।”
ওসি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুকসানা তাদের মৃত ঘোষণা করেন।
যশোর
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে যশোরের চৌগাছা উপজেলার সীমান্তবর্তী মহেশপুরের মদনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিন শাহ (২৭) এবং বাবর আলীর ছেলে সাগর (২৬)।
তারা দুজনই ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, এই দুই যুবক খ্যাতিমান সঙ্গীত শিল্পী মনির খানের সঙ্গে দেখা করতে মনির খানের গ্রামের বাড়ি মদনপুর যাচ্ছিলেন।
“মদনপুর পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।”
ওসি জানান, স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উত্তম কুমার তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ চৌগাছা হাসপাতালে রাখা আছে।
তারা দুই বন্ধু ঈদ আনন্দে ঘুরতে বের হয়েছিলেন বলে নিহত একজনের চাচাত ভাই আলতাফ হোসেন জানান।
কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে উপজেলার পাইকপাড়া মির্জাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সহোদররা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর গ্রামের রেজাউল ইসলামের ছেলে ফিরোজ (২৮) ও সামিউল (১২)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাইকপাড়া মির্জাপুর এলাকায় পিকআপ ও টোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে এটির যাত্রী দুই সহোদর ঘটনাস্থলে মারা যান।
আহত দুইজনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই মতিউর রহমান।
এসআই মতিউর রহমান বলেন, দুই সহোদরকে বহনকারী অটোরিকশাটি পাংশার দিকে যাচ্ছিল, পিকআপটি আসছিল বিপরীত দিক থেকে। ঘটনার পর পিকআপের চালক ও সহকারী পালিয়ে গেছে।
পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে পুলিশ।
পাবনা
পাবনার সুজানগরে বড় দুই ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বেড়িয়ে মাইক্রেবাসের ধাক্কায় এক শিশুর প্রাণ গেছে। এ ঘটনায় তার দুই ভাই আহত হয়েছেন।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কুঁড়িপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান।
মৃত তিহাম (১১) সুজানগর উপজেলার রাইপুর এলাকার শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে।
তিহামের দুই ভাই সিফাত ও তাহাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, রাইপুর গ্রাম থেকে মোটরসাইকেলে করে সুজানগর বাজারে যাচ্ছিল তিন চাচাত ভাই। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিহামের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিহামের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে এবং মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান আব্দুল হান্নান।
এ পুলিশ কর্মকর্তা বলেন, “ঈদের সময় বার বার সতর্ক করার পরও কমবয়সী যুবকরা মোটরসাইকেল নিয়ে বের হয়। তারা অদক্ষ এবং তাদের অসতর্কভাবে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা ঘটে।”
কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস খাদে পড়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, বুধবার সকালে উপজেলার চকরিয়া সরকারি ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শারমিন আক্তার (২৩) নারায়ণগঞ্জ জেলার মো. হৃদয়ের স্ত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি বলেন, “শারমিন তার স্বামীর সঙ্গে ঈদের ছটি কাটাতে বাসে করে কক্সবাজার যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ছয় যাত্রী আহত হন।
“পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন।”
আহতদের মধ্যে দুইজনতে ওই হাসপাতালে এবং বাকিদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।