বুধবার সন্ধ্যায় সদর
উপজেলার পালপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার
ওসি সহিদুর রহমান।
নিহত মোহাম্মদ শুভ (১৮) উপজেলার আড়াইওরা গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি ‘টিকটক’
ও ‘লাইকি’ অ্যাপস দিয়ে নানা ধরনের ভিডিও তৈরি করতেন এবং এসব ভিডিও ফেইসবুকেও পোস্ট
দিতেন বলে পুলিশ জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে পুলিশ
কিংবা নিহতের পরিবার হামলাকারীদের নাম-পরিচয় জানাতে পারেনি।
ওসি সহিদুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে বাড়ির অদূরে গোমতী নদীর বেড়িবাঁধে
পালপাড়া ব্রিজ এলাকায় কয়েকজন যুবক শুভর উপর হামলা চালায়। এ সময় শুভর বুকে ও পেটে
ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা উদ্ধার করে
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।”
বৃহস্পতিবার সকালে
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হবে বলে তিনি জানান।
নিহতের বাবা জাকির হোসেন সাংবাদিকদের বলেন, “বিকালে কয়েকটি ছেলে এসে শুভকে বাড়ি
থেকে ডেকে নিয়ে যায়। ছেলেগুলোকে আমাদের এলাকার বলে শুনেছি, তবে তাদের নাম-পরিচয়
এখনও জানি না। তারা আমার ছেলেকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে।”