মঙ্গলবার মাস্কের এক টুইটের বরাতে রয়টার্স জানায়, সামাজিক
যোগাযোগ মাধ্যমটিকে ‘নিশ’ বা ‘বিশেষায়িত’ ব্যবহারকারীদের কাছ থেকে সরিয়ে বেশিরভাগ আমেরিকানের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে
এই পদক্ষেপ নিতে যাচ্ছেন এর নতুন কর্ণধার।
টুইটে মাস্ক বলেন, “সাধারণ
ব্যবহারকারীদের জন্য টুইটার সবসময় ফ্রি থাকবে, তবে বাণিজ্যিক/সরকারি
ব্যবহারকারীদের হয়ত কিছু খরচ করতে হবে।”
এ বিষয়ে জানতে রয়টার্স যোগাযোগ করলে টুইটার কোনো মন্তব্য
করতে রাজি হয়নি।
টেসলার প্রধান মাস্ক গত মাস থেকেই টুইটারে এক ঝাঁক পরিবর্তন
আনার বিষয়ে ইঙ্গিত দিয়ে আসছেন।
সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি কিনে নেওয়ার পর মাস্ক
বলছেন, তিনি এই প্ল্যাটফরমে নতুন বৈশিষ্ট্য যুক্ত করে একে আরও মজবুত করতে চান।
‘আস্থা বাড়াতে’
টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করা, ‘স্প্যাম
বট’দের পরাজিত করা, ও সব মানব ব্যবহারকারীকে যাচাই করার উদ্যোগ
নেওয়ার কথাও বলছেন তিনি।
টুইটারের সঙ্গে অধিগ্রহণ চুক্তিতে পৌঁছানোর আগেই, গত মাসে
এলন মাস্ক টুইটার ব্লু-র সেবায় কিছু পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন।
গত সোমবার নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে মাস্ক বলেন, টুইটগুলো
কীভাবে তুলে ধরা হয় বা আড়াল করা হয় সে বিষয়ে টুইটারের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ
করবেন এবং এর সফটওয়্যারের বিষয়ে আলোচনা-সমালোচনা জানতে সেটা জনসমক্ষে রাখতে চান
তিনি।