চাটখিল থানার ওসি মো.
গিয়াস উদ্দিন জানান, বুধবার দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ‘মল্লিকা’ দিঘিতে এ
ঘটনা ঘটে।
উপ-কর কমিশনার ওমর
ফারুক মাসুম (৩৫) ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডার ছিলেন।
মাসুম খিলপাড়া ইউনিয়নের
৮ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের
ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ
জানিয়েছে, মাসুম তার ছয় বন্ধু ও সহকর্মীসহ মল্লিকা দিঘিতে গোসল করতে নেমে সাঁতার
কেটে মাঝখানে যান। কিছুক্ষণ পর অন্যরা ফিরে এলেও তিনি সাঁতরে আর ঘাটে ফিরতে পারেননি।
জেলা ফায়ার সার্ভিস ও
সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচারক অতীশ চাকমা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস
ঘটনাস্থলে পৌঁছে বিকালে তার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে চাটখিল আসনের
সংসদ সদস্য এএইচ এম ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে গেছেন। মরদেহ উদ্ধারের সময় তিনি
সেখানে ছিলেন।