সালথা উপজেলার সোনাপুর
ইউনিয়নের দক্ষিণ গোপালিয়ায় এবং কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চাঁদের
ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর
সালথা উপজেলার দক্ষিণ
গোপালিয়া গ্রামের রাকিবুল ইসলাম (২৫) সকাল সাড়ে ৬টায় বৃষ্টির মধ্যে গোয়ালঘরে গরু
দেখতে গিয়ে বজ্রপাতে নিহত হন। তিনি গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে।
সোনাপুর ইউপি
চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, রাকিবুল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি
করতেন। ঈদে বেড়াতে এসেছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোক নেমে এসেছে।
কক্সবাজার
কুতুবদিয়া থানার ওসি
মো. ওমর হায়দার বলেন, চাঁদের ঘোনায় বজ্রপাতে মোহাম্মদ আতিক (২৪) নামে এক জেলে নিহত
হয়েছেন। তিনি গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে।
সকালে সাগরে মাছ ধরতে
বাড়ি থেকে বের হন আতিক। চাঁদের ঘোনা সংলগ্ন বেড়িবাঁধ পার হওয়ার সময় তিনি বজ্রপাতে
নিহত হন। তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা
করেন।
ওসি জানান, আইনি
প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মঙ্গলবার বিকালে
সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় বজ্রপাতে এক লবণ চাষি নিহত
হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।