ক্যাটাগরি

মাদারীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালকসহ নিহত ৩

বুধবার
রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে শানেরপাড়ের বটতলায় এই দুর্ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি
আলমগীর হোসেন জানান।

নিহতরা
হলেন রাজৈরের আমগ্রাম ইউনিয়নের তেলিকান্দি গ্রামের শাহজালাল মাতুব্বরের ছেলে
ভ্যানচালক নুর নবী মাতুব্বর (৩০), ভ্যানযাত্রী নরারকান্দি গ্রামের সাজিন শেখের
ছেলে আমির শেখ (৩৪) ও দুর্গাবর্দী গ্রামের মজিদ তফাদারের ছেলে প্রান্ত তফাদার
(২৪)।

ওসি
আলমগীর হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে শানেরপাড় এলাকার বটতলায় ফরিদপুরগামী আরিফ
পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটি
রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন।

পরে
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাসটিকে
আটক করা হয়েছে বলেও জানান ওসি।