বুধবার সকাল পৌনে ১০টার দিকে কমলদহ এলাকায় চিটাগাং শিপিং লিমিটেড
সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় বলে হাইওয়ে পুলিশ জানায়।
এ ঘটনায় কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার হুমায়ন কবীরের ছেলে মো.
ফয়সাল (১৯) এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফফরাবাদ এলাকার স্বপন আচার্য্যর
ছেলে শান্ত আচার্য্য নিহত হন।
হাইওয়ে পুলিশের কুমিরা থানার এএসআই জাকির হোসেন বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাধীন বাংলা
পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। ঢাকামুখী লেন ধরে বেপরোয়া
গতিয়ে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।”
আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে। বাকি চারজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।