ক্যাটাগরি

রংপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

দিনাজপুর মহাসড়কে পাগলাপীর
সলেয়াশা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গংগচড়া মডেল থানার ওসি দুলাল
হোসেন জানান।

নিহতদের মধ্যে দুইজন
হলেন অটোরিকশার চালক ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭), যাত্রী নাজমা বেগম (৪০) ও আমজাদ হোসেন
(৪৫)। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি দুলাল হোসেন স্থানীয়দের
বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুর মহাসড়কে সলেয়াশা এলাকায় মাইক্রোবাস
ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোর চালকসহ ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পথে
২ জন নিহত মারা যান। 

এই ঘটনায় পুলিশ একটি
ইউডি মামলা করেছে বলে জানিয়েছেন ওসি।

তিনি আরও জানান, মাইক্রোবাস
ও অটোরিকশা থানা হেফাজতে আছে এবং যাদের পরিচয় পাওয়া গেছে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর
করা হয়েছে।