ক্যাটাগরি

সালমান খানের বোনের ঈদ পার্টিতে তারার মেলা

মঙ্গলবার রাতে মুম্বাইয়ে এই পার্টির আয়োজন করেন অর্পিতা খান ও তার স্বামী আয়ুশ শর্মা, যাতে অংশগ্রহণকারীদের ছবি এসেছে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে।

দীপিকা পাড়ুকোন এই পার্টিতে উপস্থিত ছিলেন স্বামী রানভির সিংকে নিয়ে। গিয়েছিলেন কঙ্গনা রানাউত, সোনাক্ষী সিনহা ও জ্যাকুলিন ফার্নান্দেজও।

অনীল কাপুরের সঙ্গে ভাই সঞ্জয় কাপুর ও ভাইঝি সানাইয়া কাপুরও ছিলেন এই ঈদ আয়োজনে। কারিশ্মা কাপুরও অংশ নেন এই পার্টিতে। উপস্থিত ছিলেন ইমরান হাশমি।

সম্পর্ক ভাঙার গুঞ্জনের মধ্যে একসঙ্গে এই ঈদ পার্টিতে গিয়ে অনেককে চমকে দেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি।

তবে সব তারকাকে ছাপিয়ে অনুষ্ঠানের আলোটুকু নিজের উপর নিয়ে আসেন বিগ বস তারকা শেহনাজ গিল, সালমান খানকে চুমু ও আলিঙ্গন করে। 

বোনের এই অনুষ্ঠানে সালমান খানও ছিলেন, তিনি শেহনাজের সুযোগ-সুবিধার দিকে বিশেষ নজর রাখছিলেন বলে অনুষ্ঠানে উপস্থিতদের বরাতে বলিউড লাইফ জানিয়েছে।

অনুষ্ঠানে আলোকচিত্রীদের অনুরোধে প্রথমে ‘না না’ করলেও পরে একসঙ্গে ছবি তুলতে দাঁড়িয়েছিলেন সালমান ও শেহনাজ। তারই এক পর্যায়ে সালমানকে আলিঙ্গনে বেঁধে গলায় চুমু খান শেহনাজ।

এরপর সালমান যখন বিদায় দিতে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন, তখন শেহনাজ বলে ওঠেন- “আমাকে ঘর পর্যন্ত দিয়ে আসো।”