শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, মেয়েটির বাবার দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে দুই আসামিকে গ্রেপ্তার করেন তারা।
গ্রেপ্তাররা হলেন- কাশিনাথপুর গ্রামের ইসলাম খা’র ছেলে আরিফুল ইসলাম ও রতন মণ্ডল।
মেয়েটির বাড়িও একই এলাকায়। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়েটির বাবা বলেন, আরিফুল ও ছোট ধলহরাচন্দ্র গ্রামের সিরাজ মণ্ডলের ছেলে রিয়াজ স্কুলে যাতায়াতের পথে তার মেয়েকে উত্যক্ত করত। এ ঘটনায় তিনি প্রতিবাদ করায় তাকেও বিভিন্ন সময় হুমকি দিত তারা।
গত ৪ এপ্রিল তার মেয়ে গ্রামের পার্কে গেলে আরিফুল তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে রাখে। পরে ওই ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করতে থাকে।
ঈদের দিন মেয়ে পার্কে বেড়াতে গেলে আরিফুল ও রিয়াজ ওই তাকে ভয় দেখিয়ে পার্কের ভেতরে একটি ঘরে নিয়ে আবারও ধর্ষণ করে। আর এ ঘটনায় পার্কের কর্মচারী রতন তাদের সহায়তা করে।
ওসি বলেন, মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার বাবা তিনজনকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রাতেই দুজন গ্রেপ্তার করতে পারলেও রিয়াজ পালিয়ে যায়।