ক্যাটাগরি

নোয়াখালীতে পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু

শুক্রবার
দুপুরে উপজেলার বিন্নাগুনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান।

নিহতরা
হলো- গ্রামের অলি কোম্পানির বাড়ির মো. মোস্তফার তিন বছরের ছেলে আলিফ ও মেয়ে মাহির।

ওসি
বলেন, ভাইবোন পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন আশপাশে
খুঁজতে থাকে। এ সময় দুজনই পুকুরে ভেসে উঠে।

উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।