ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতাটির সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার লাইপজিগকে ৩-১ গোলে হারায় রেঞ্জার্স। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে জায়গা করে নেয় তারা। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বুন্ডেসলিগার ক্লাবটি।
ওয়েস্ট হ্যামের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জেতা আইনট্রাখট এবার নিজেদের আঙিনায় জিতেছে ১-০ ব্যবধানে।
প্রথমার্ধে দুই গোল দিয়ে লড়াইয়ে ২-১ গোলে এগিয়ে যায় রেঞ্জার্স। কিন্তু ৭০তম মিনিটে সমতা টানে লাইপজিগ। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন জন লুন্ডস্ট্রাম।
রেঞ্জার্স সবশেষ ইউরোপের কোনো প্রতিযোগিতায় ফাইনাল খেলেছিল ২০০৮ সালে, তখনকার উয়েফা কাপে। সেবার হেরেছিল তারা।
লাইপজিগের বিপক্ষে স্মরণীয় জয়ের পর বিটি স্পোর্টকে লুন্ডস্ট্রাম বলেন, বড় মঞ্চে দলের জন্য অবদান রাখতে পারার আনন্দ দোলা দিয়ে যাচ্ছে তাকে।
“আমি ম্যাচটি খেলতে এসেছিলাম ভালো অনুভূতি নিয়ে, কিন্তু সত্যিই এমন কিছু করে ফেলা…আমি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না।”
“এই মৌসুমে আমরা অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছি। তারপরও আমরা ইউরোপা লিগের ফাইনালে পৌঁছে গেছি, দারুণ! নিঃসন্দেহে এটা আমার সবচেয়ে সেরা ম্যাচ।”
আগামী ১৮ মে সেভিয়ায় ফাইনালে মুখোমুখি হবে রেঞ্জার্স ও আইনট্রাখট।