শুক্রবার দুপুরে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের বেগুনবাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত মারুফ হাসান (৮) একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের লাভলু-তাসলিমা দম্পত্তির সন্তান। শিশুটি তার নানার বাড়িতে থাকত।
বুলাকীপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য সামসুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে মারুফ নানার বাড়ির পাশে বেগুনের জমিতে বেগুন তুলতে যায়। এ সময় সেখানে বজ্রপাত হলে মারুফ আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পাথ সরকার বলেন, “শিশুটিকে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।”