জয়পুরহাট র্যাব-৫ এর পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকালে এ তথ্য জানানো হয়।
আটক আব্দুল হান্নান দিনাজপুরের
হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন
সংবাদ পেয়ে বদলগাছির মির্জাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি
বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি উদ্ধার করা
হয়।
হান্নানের বিরুদ্ধে দিনাজপুরে অস্ত্র
ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে আটকের পর বিকালেই
হান্নানকে বদলগাছি থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা
হয় বলে র্যাব-৫ এর উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান।