ক্যাটাগরি

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ঈদ পুনর্মিলনী

স্থানীয় সময় মঙ্গলবার রাতে সংগঠনের কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈন উদ্দিনের সঞ্চালনায় বঙ্গবন্ধু পরিষদের আবুধাবির কেন্দ্রীয় কমিটি ওই পুনর্মিলনী আয়োজন করে। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক আবুধাবী শাখার ব্যবস্থাপক খন্দকার মোখলেছুর রহমান, পরিষদের সিনিয়র সহ-সভাপতি শওকত আকবর, জামশেদুল ইসলাম ও আবদুস সামাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর বাপপি, সেলিম আনসারি,সাংগঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের তারেক,হারুনুর রশীদ, এমদাদ হোসেন, মো. এরশাদ,আইয়ুব খান,নাসির উদ্দিন, মনির হোসেন ও আশিকুর রহমান আশিক।

এতে দেশ, জাতি ও মুসলিমদের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পরিষদের ধর্মীয় সম্পাদক মমতাজুল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!