উপজেলার বেলপুকুরিয়া গ্রামের রেললাইনের পাশ থেকে শুক্রবার সকালে হাসিবুর রহমান সাগরের লাশ উদ্ধার করা হয় বলে বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান জানান।
১৯ বছর বয়সী হাসিবুর ওই গ্রামের সাহাদ আলীর ছেলে এবং বেলপুকুরিয়া আইডিয়ার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।
হাসিবুরের বাবা বলেন, ঈদের পরের দিন বুধবার সাগর তার বন্ধুদের সঙ্গে নাটোরের লালপুরের গ্রিন ভ্যালী পার্কে বেড়াতে যায় এবং বিকালে বাড়ি ফিরে আসে। এরপর সন্ধ্যায় আবার সে বাড়ি থেকে বের হয়, কিন্তু আর ফিরে আসেনি। রাতেই তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো হদিস না পেয়ে থানায় সাধারন ডায়েরি করা হয়।
ওসি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে হাসিবুরের লাশ শনাক্ত করে। পরে তা ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
“নিহতের মাথায় আঘাতে চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা একদিন আগেই হাসিবুরকে অন্য কোথায় হত্যার পর লাশ রেললাইনের পাশে ফেলে গেছে।“
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মনিরুজ্জামান।