বাংলাদেশ সময় আগামী শনিবার রাত ১টায় রিয়াল বেতিসের
বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচে জিতলে নিশ্চিত হয়ে যাবে সেরা চারে থাকা।
তিনে থাকা সেভিয়ার সঙ্গে বাড়বে ব্যবধান। তাই ম্যাচটি কাতালান ক্লাবটির কোচ শাভি
এর্নান্দেসের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব।
৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আগেই শিরোপা
পুনরুদ্ধার করা রিয়াল। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।
পরের তিনটি স্থানে আছে সেভিয়া (৬৪), গত আসরের চ্যাম্পিয়ন
আতলেতিকো মাদ্রিদ (৬১) ও রিয়াল বেতিস (৫৮)।
বেতিসের বিপক্ষেই চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করে
শাভি মনোযোগ দিতে চান স্প্যানিশ সুপার কাপে জায়গা পাওয়ার লড়াইয়ে।
“আশা করছি, এটা
চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার জন্য একটি সুবর্ণ সুযোগ হবে। তারা (বেতিস) সরাসরি
প্রতিদ্বন্দ্বী, তাদের দুর্দান্ত খেলোয়াড় এবং অসাধারণ একজন
কোচ আছে। লড়াইটা কঠিন হবে।”
“আমরা ন্যূনতম অর্জনের জন্য লড়ছি, তবে এটি এমনই। দুটি লক্ষ্য আছে, তবে সবচেয়ে
গুরুত্বপূর্ণ হলো পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা।”
চার দলের স্প্যানিশ সুপার কাপে খেলার সুযোগ পায় কোপা দেল
রের দুই ফাইনালিস্ট ও লা লিগার দুই শীর্ষ দল। এবার কোপা দেল রেতে বার্সেলোনার
অভিযান থেমে যায় শেষ ষোলোতেই। লা লিগায় রানার্সআপ হলেই কেবল মিলতে পারে সুযোগ।
এটা ভালোভাবেই আছে শাভির ভাবনায়।
“আমরা এর বাইরে ভাবতে পারি না। (তবে) আমি
আশা করি যে আসছে গ্রীষ্মে অর্থনৈতিক পরিস্থিতি ভালো না হওয়া সত্ত্বেও (নতুন
খেলোয়াড়) দলে নেওয়া হবে। আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাকে অগ্রাহ্য করতে
পারি না।”