ক্যাটাগরি

কুমিল্লায় বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে বলে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান।

তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বাসভবন উপজেলা পরিষদের একেবারেই পাশে। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনও একই সময় দলের নেতাকর্মীদের জন্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

“দুই দল পাশাপাশি স্থানে অনুষ্ঠান করায় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।“

ফয়েজ আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর খন্দকার মোশাররফ হোসেনের অনুরোধে তাকে নিরাপত্তা দিয়ে তিতাস পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে তিনি একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।     

বিকালে খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন বলেন, “আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শেষের দিকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে হামলা করে। পরে এ নিয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

“এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া। এজন্য আমাদেরকে নিরাপত্তা দিয়ে তিতাসে নিয়ে গেছেন তারা। তবে এ ঘটনায় তেমন কেউ আহত হয়নি।”

এ বিষয়ে জানতে বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।