ক্যাটাগরি

দুর্দান্ত শেষ ওভারে মুম্বাইয়ের নায়ক স‍্যামস

আইপিএলে শুক্রবার রোমাঞ্চকর লড়াইয়ে ৫ রানের
নাটকীয় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৭৭ রান তাড়ায় ১৭২ রানে থেমেছে গুজরাট।

২০ ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন মিলার।
স‍্যামসের ওয়াইড ফুল লেংথ ডেলভারির নাগালে না পাওয়া তোওয়াতিয়া পরের বলে ২ রানের চেষ্টায়
হয়ে যান রান আউট।

চতুর্থ বল ঠিক মতো পুল করতে না পেরে ক‍্যাচের
মতো দিয়েছিলেন রশিদ খান। অনেকটা দৌড়ে কাছাকাছি গিয়েও বলের নাগাল পাননি স‍্যামস।

২ বলে ৬ রানের সমীকরণ মেলাতে পারেননি মিলার।
অফ স্টাম্পের বেশ বাইরের মন্থর ফুল লেংথ ডেলভারির নাগাল পাননি তিনি। পরেরটি ছিল শরীর
থেকে বেশ দূরে ফুলটস, সেটি ব‍্যাটের নিচের কানায় লেগে যায় কিপারের কাছে।

চলতি আসরে বাজে সময় কাটানো মুম্বাই ভেসে
যায় জয়ের উচ্ছ্বাসে।

মুম্বাইয়ের ব্র‍্যাবোর্ন স্টেডিয়ামে টস
হেরে ব‍্যাট করতে নেমে রোহিত শর্মা (২৮ বলে ৪৩) ও ইশান কিষাণ (২৯ বলে ৪৫) আক্রমণাত্মক
ব‍্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দেন। মাঝপথে দিক হারাতে বসা মুম্বাইকে শেষটায় পথ দেখান
টিম ডেভিড। ২১ বলে চার ছক্কা ও দুই চারে খেলেন অপরাজিত ৪৪ রানের বিস্ফোরক ইনিংস।

শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল না নিয়ে তিনি
ফিরিয়ে দেন মুরুগান অশ্বিনকে। পরের বলটি খেলেন ডট। শেষ চার বলে মোহাম্মদ শামিকে দুই
ছক্কায় ওড়ান ডেভিড।

শতরানের জুটিতে গুজরাটকে ভালো শুরু এনে
দেন ঋদ্ধিমান সাহা (৪০ বলে ৫৫) ও শুবমান গিল (৩৬ বলে ৫২)।

ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি
অধিনায়ক হার্দিক পান্ডিয়া। হিট উইকেট হয়ে যান সাই সুদর্শন। তবে নিয়মিত উইকেট হারালেও
জয়ের পথেই ছিল গুজরাট। শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে ব‍্যবধান গড়ে দিলেন অস্ট্রেলিয়ান
পেসার স‍্যামস।