ক্যাটাগরি

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫

উপজেলার
ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকায় শনিবার সকাল থেকে কয়েক দফায় সংঘর্ষ হয় বলে ভাঙ্গা
থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ সরকার জানান।

সংঘর্ষে
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয়দের
বরাতে ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতিয়ার রহমান ও সাজাহান শেখের
সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। উভয় পক্ষের লোকজনের বেশ কিছু বাড়িতে হামলা,
ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।