ক্যাটাগরি

রাগ করে কুমিল্লা থেকে চট্টগ্রাম গিয়ে ‘ধর্ষণের শিকার’

শনিবার দুপুরে আকবর শাহ থানার জঙ্গল সলিমপুরের মীর আউলিয়া মাজারের পাশের ভবন থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, “মেয়েটির বাবা-মা কেউ বেঁচে নেই। সে তার সৎমায়ের সাথে কুমিল্লায় বাস করত। সৎমায়ের সাথে রাগ করে কুমিল্লা থেকে সকাল আটটায় সলিমপুর এলাকায় চলে আসে।

“পরে ওই এলাকায় কয়েকজন যুবক তাকে নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে মারধর ও শারীরিক নির্যাতন করে বলে মেয়েটি আমাদের জানিয়েছে।”

ধর্ষণের বিষয়টি মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে উল্লেখ করে ওসি জানান, এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।