ক্যাটাগরি

আতলেতিকোর ‘গার্ড অব অনার’ না দেওয়া নিয়ে আপত্তি নেই রিয়াল কোচের

গত সপ্তাহে চার রাউন্ড হাতে রেখেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। 

চ্যাম্পিয়ন হওয়ার পর লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আতলেতিকোর বিপক্ষে খেলবে রিয়াল।

মাদ্রিদ ডার্বির আগেই রিয়াল শিরোপা নিশ্চিত করে ফেললে তাদের গার্ড অব অনার দেওয়ার বিপক্ষে আগেই নিজের মত জানিয়েছিলেন আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক।

আতলেতিকো গত সোমবার এক বিবৃতিতে জানায়, রিয়ালকে তারা গার্ড অব অনার দেওয়া থেকে বিরত থাকবে।

সংবাদ সম্মেলনে শনিবার আনচেলত্তি এই প্রসঙ্গে বলেন, আতলেতিকোর সিদ্ধান্তের প্রতি তার সম্মান রয়েছে।

“আমি (গার্ড অব অনার) এতে অভ্যস্ত নই কারণ ইতালিতে এটা নেই। তারা যদি এটি করে তাহলে দুর্দান্ত হবে, তারা যদি সেটা না করে তবুও ক্লাবটির প্রতি আমার সম্মান থাকবে। আতলেতিকো মাদ্রিদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে।”

লিগের পয়েন্ট টেবিলে ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।

পরের তিনটি স্থানে আছে সেভিয়া (৬৪), আতলেতিকো (৬১) ও রিয়াল বেতিস (৫৮)।