শনিবার বিকাল পৌনে চারটার দিকে লাগা আগুন সন্ধ্যা সাড়ে ছয়টায় নিভেছে বলে জানিয়েছে
ফায়ার সার্ভিস। আগুন নেভাতে চারটি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বিকাল ৩টা ৪০ মিনিটে
আগুন লাগার খবর পেয়ে ৩টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়। পরে আরও তিনটি ইউনিট
যোগ দেয়।
ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি পরিত্যক্ত মালবাহী
কনটেইনারে আগুন লাগে। ভয়াবহ কোনো কিছু ঘটেনি। পানির সোর্সে কিছু সমস্যার কারণে আগুন
নেভাতে একটু সময় লেগেছে।”
আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং কারণও এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা
যাচ্ছে না বলে তিনি জানান।
আগুন নেভার পর এক বার্তায় ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ
তদন্তের পর বলা যাবে।