৫৫ লাখ মার্কিন ডলার জরিমানা দিতে
রাজি হওয়ার বিষয়টি ‘ইউএস সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’কে (এসইসি) এনভিডিয়া জানিয়েছে
শুক্রবার।
২০১৮ অর্থ বছরের পরপর প্রান্তিকে,
গেইমিংয়ের জন্য নকশা করা চিপে বিক্রি থেকে আয় বৃদ্ধিতে ক্রিপ্টোমাইনিং যে একটি ‘গুরুত্বপূর্ণ
উপাদান’ ছিল, সেটি প্রকাশ করতে ব্যর্থ হয়েছে এনভিডিয়া। –এক বিবৃতিতে জানিয়েছে এসইসি।
এসইসি’র তদন্তকে স্বীকার অথবা অস্বীকার
না করেই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি ৫৫ লাখ ডলার জরিমানা দিতে রাজি হয়েছে বলে প্রতিবেদনে
লিখেছে রয়টার্স।
সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক
এনভিডিয়ার এক মুখপাত্রের কাছে রয়টার্স এই প্রসঙ্গে জানতে চাইলে, তিনি কোনো মন্তব্য
করতে রাজি হননি।
২০১৮ সালে এনভিডিয়ার চিপগুলো জনপ্রিয়
হয়ে ওঠে ক্রিপ্টোমাইনিংয়ের জন্য। এতে বিতরণ করা খতিয়ানের লেনদেন যাচাইয়ের বিনিময়ে ক্রিপ্টো
পুরস্কার পাওয়ার একটি প্রক্রিয়া ছিল বলে জানিয়েছে এসইসি।
এনভিডিয়া এই তথ্য জানার পরও, বিনিয়োগকারীদের
জানাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
এসইসি আরও বলছে, এই ‘বাদ দেওয়া তথ্য’
সেই সব বিনিয়োগকারী এবং বিশ্লেষককে বিভ্রান্ত করেছে, যারা এনভিডিয়ার ব্যবসায় ক্রিপ্টোমাইনিংয়ের
প্রভাব সম্পর্কে জানতে আগ্রহী ছিল।